
ফ্রিল্যান্সিং কি, কিভাবে শিখব, কাজ কিভাবে পাব?
অল্পকথায় ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং হলো একটি স্বাধীন/মুক্ত পেশা, যেখানে আপনি নিজের মতো কাজ করেন এবং বিভিন্ন ক্লায়েন্ট বা কোম্পানির জন্য চুক্তিভিত্তিক কাজ করেন। এখানে আপনি কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানের নিয়মিত কর্মচারী নন, বরং প্রজেক্ট বা কাজের ভিত্তিতে চুক্তি করে কাজ করেন।
কিভাবে শিখবেন ফ্রিল্যান্সিং?
ফ্রিল্যান্সিং শেখার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করতে পারেন:
- কোনো নির্দিষ্ট স্কিল নির্বাচন করুন:
- গ্রাফিক ডিজাইন (Graphic Design): ফটোশপ (Photoshop), ইলাস্ট্রেটর (Illustrator)
- ওয়েব ডেভেলপমেন্ট (Web Development ): HTML, CSS, JavaScript, Python, PHP
- ডিজিটাল মার্কেটিং (Digital Marketing): SEO, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড এডভার্টাইজিং
- লেখালেখি ও অনুবাদ (Writing and Translation): Content Writing, Blog Writing, Data Entry, Copywriting
- Apps Development – আ্যাপস ডেভলপমেন্ট
- Journalisam – সাংবাদিকতা
- Data Entry – ডাটা এন্ট্রি
- Virtual Assistant, Product Listing, Blog Posting, Photography etc.
- অনলাইন কোর্স এবং রিসোর্স:
- ইউটিউব: ফ্রিল্যান্সিং ও স্কিল শেখার জন্য অনেক ভিডিও টিউটোরিয়াল আছে।
- অনলাইন কোর্স প্ল্যাটফর্ম: Udemy, Coursera, edX, LinkedIn Learning
- প্র্যাকটিস ও প্রজেক্ট:
- আপনার শেখা স্কিলের উপর প্র্যাকটিস করুন এবং ছোট ছোট প্রজেক্ট তৈরি করুন।
- পোর্টফোলিও তৈরি করুন:
- আপনার কাজগুলো একটি পোর্টফোলিওতে সংরক্ষণ করুন, যা ক্লায়েন্টদের দেখাতে পারেন।
কিভাবে কাজ পাবেন?
- ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস:
- Upwork: এখানে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়।
- Freelancer: এই প্ল্যাটফর্মে বিভিন্ন প্রজেক্টের জন্য বিড করতে পারেন।
- Fiverr: এখানে আপনি গিগ তৈরি করে নিজের সেবা প্রদান করতে পারেন।
- নেটওয়ার্কিং:
- লিঙ্কডইন প্রোফাইল তৈরি করুন এবং সেখানে আপনার কাজ ও দক্ষতা শেয়ার করুন।
- সোশ্যাল মিডিয়াতে নিজের কাজ প্রচার করুন।
- ওয়েবসাইট ও ব্লগিং:
- নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ তৈরি করুন এবং সেখানে আপনার কাজ, সেবা ও প্রজেক্টগুলি প্রদর্শন করুন।
- রেফারেন্স ও রিভিউ:
- প্রথমে ছোট কাজগুলো নিয়ে ক্লায়েন্টদের সন্তুষ্ট করুন, তাদের থেকে রেফারেন্স ও রিভিউ সংগ্রহ করুন। এই রিভিউগুলি ভবিষ্যতের কাজ পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।
ফ্রিল্যান্সিং শুরু করতে প্রথমে ধৈর্য ধরে কাজ শিখুন ও দক্ষতা অর্জন করুন। এরপর ধীরে ধীরে কাজের জন্য আবেদন করুন এবং নিজেদের দক্ষতা উন্নত করতে থাকুন।
– ড কোর্সগুলো আপনারা আজকে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন এখান থেকে আর এইগুলোর মাধ্যমে ভালভাবে ফ্রিল্যান্সিং শিখতেও পারবেন।
বাংলায় ফ্রিল্যান্সিং কোর্স?
১. ওয়েব ডিজাইন

আমি মনে করি ফ্রিল্যান্সিং এর জন্য সবচাইতে বেস্ট কাজ হলো ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট। যদিও কাজটি কিছুটা জটিল ও শিখতেও অনেক সময় লাগবে আপনার৷ তবে, ওয়েব ডিজাইনের প্রচুর চাহিদা রয়েছে মার্কেটে ও এই চাহিদা সর্বদাই উর্ধ্বমুখি। এছাড়াও এ কাজের জন্য আপনি পেমেন্ট ও পাবেন যথেষ্ট পরিমাণে ও কাজ পেতেও কোন সমস্যা হবে না।
এখন জেনে নেয়া যাক ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর মধ্যে পার্থক্য কি কি?
ওয়েব ডেভেলপমেন্ট কি?
ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে একদম শূন্য থেকে একটি পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করা। অর্থাৎ আপনি যদি একটি সাদা পৃষ্ঠায় একটি ছবি আকা শুরু করেন ও একসময় একটি মানুষের ছবি আকা হয়ে যায় ঠিক একিই ভাবে একদম সাদা পেইজ থেকে কোডিং শুরু করে যখন আপনি একটি পরিপূর্ণ সাইট তৈরি করবেন তখন সেটিকে ওয়েব ডেভেলপমেন্ট বলেন
ওয়েব ডেভেলপমেন্ট ও থিম ডেভেলপমেন্ট দুইটিই একিই পর্যায়ে পরে। কারন দুইটিই একদম খালি পেইজ থেকে শুরু করতে হয়। ওই ডেভেলপমেন্ট এর জন্য আপনাকে অবশ্যই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এ এক্সপার্ট হতে হবে। পরিপূর্ণ জ্ঞান ও অভিজ্ঞতা ছাড়া একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা সম্ভব না আর একজন একা ডেভেলপার এর ক্ষেত্রে একটি সাইট একাই ডেভেলপ করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার।
ওয়েব ডিজাইন কি?

ওয়েব ডিজাইন বলতে বুঝানো হয় কোন একটি তৈরিকৃত বা ডেমো সাইট কে এডিট করার মাধ্যমে নতুন রুপ বা নিজের ইচ্ছেমতো ডিজাইন দেওয়া। এই কাজটি ওয়েব ডেভেলপমেন্ট এর তুলনায় অনেকটাই সহজ এবং সময় ও পরিশ্রমও কম লাগে।
এখনকার সময়ে বেশিরভাগ ডেভেলপার গন’ই শুধু ওয়েব ডিজাইন করে থাকেন। কারন, প্রায় সকল প্রকার সাইটের জন্যই থিম, টেমপ্লেট, ডেমো রয়েছে যেগুলো সামান্য পরিবর্তন করেই নিজের মতো করে ওয়েবসাইট বানানো যায় যা অধিক সুন্দর ও ক্লিন কোডের হয়ে থাকে। তবে থিম ব্যবহারের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কখনোই ক্রাক/ নুলড থিম ব্যবহার করা যাবে না। ওয়ার্ডপ্রেস এর জন্য বেস্ট থিম সম্পর্কে জানতে এই আর্টিকেলটি পড়তে পারেন।
এখন ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজাইন শেখার জন্য এখান থেকে আপনার প্রয়োজনীয় কোর্স গুলো ডাউনলোড করে নিতে পারেন। সবগুলোই পেইড কোর্স এবং বাংলা ভাষায়, কোয়ালিটি সম্পন্ন ও গুগল ড্রাইভে আপলোড করা যাতে ডাউনলোড করতে কোন সমস্যা না হয়।
- C Programing bangla course
- E-Shikhon Full web design
- Freelancer Nasim full course
- PHP & My SQL essential
- WordPress theme customize
- Full wordpress theme ডেভেলপমেন্ট
২. গ্রাফিক্স ডিজাইন – Graphic Design

ওয়েব ডিজাইনের পরেই সর্বোচ্চ যেই কাজের চাহিদা সেটি হলো গ্রাফিক্স ডিজাইন। যদিও সাধারণ দৃষ্টিতে দেখতে গেলে দেখা যাবে ওয়েব ডিজাইনের চাইতে গ্রাফিক্স এর চাহিদাই বেশি। কিন্তু গ্রাফিক্স এর কাজ গুলো বেশিরভাগই ছোট আকারের হয়ে থাকে। যেমন- একটা কোম্পানি/ ওয়েবসাইটের জন্য লগো বা ব্যানার তৈরি করা। বা কোন কোম্পানির জন্য ইন্ট্রো ভিডিও বা ছোট এনিমেশন তৈরি করা।
একটি ওয়েবসাইট করতে গেলেও তারমধ্যে অনেক গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে হয়। অর্থাৎ দুইটিই একে অন্যের উপর নির্ভরশীল। আর ওয়েব ডিজাইনের পেমেন্ট ও বেশি হবার কারনে ওয়েব ডিজাইনকেই আমি এক নাম্বারে রেখেছি। যাই হোক, গ্রাফিক্স ডিজাইন শিখলে আপনার সুবিধা হলো এই কাজ তুলনামূলক ভাবে সহজ এবং আপনি অল্প সময়েই কাজ শিখে ফেলতে পারবেন। কাজের চাহিদাও রয়েছে প্রচুর ও সেইসাথে আপনি চাইলে লোকাল মার্কেটেও গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন।
গ্রাফিক্স ডিজাইন কি? কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখব?
এখন গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য এখান থেকে আপনার প্রয়োজনীয় কোর্স গুলো ডাউনলোড করে নিতে পারেন। সবগুলোই পেইড কোর্স এবং বাংলা ভাষায়, কোয়ালিটি সম্পন্ন ও গুগল ড্রাইভে আপলোড করা যাতে ডাউনলোড করতে কোন সমস্যা না হয়।
- UIUX design from scratch
- Typographi and caligraphi
- Motion graphics 2D & 3D with after effect & autodesk
- Graphics school graphics design
- Graphics design update চউরসে
৩. এসইও – SEO (Search Engine Optimization)

SEO হলো সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। এটি একটি অনেক সুদূরপ্রসারী প্রক্রিয়া ও সময় সাপেক্ষ। একটি ওয়েবসাইট তৈরি করার পর প্রথম কাজ হলো এই সাইটের এসইও করা। SEO করার ফলে আপনার ওয়েবসাইট বিভিন্ন সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে আসবে আর সেখান থেকে আপনি ভিজিটর পাবেন।
মনে করেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন, এখন আপনি যে সাইট তৈরি করেছেন এবং আপনার সাইটে কি কি কন্টেন্ট আছে সেটা গুগল কিভাবে জানবে? তাই গুগল কে জানানোর জন্য আপনার ফুল সাইটের সাইটম্যাপ বা ডেটা গুগল কে দিতে হয় আর এই প্রক্রিয়ায় হলো এসইও।
- SEO কি? ওয়েবসাইটের পরিপূর্ণ SEO কিভাবে করতে হয়?
এখন এসইও শেখার জন্য এখান থেকে আপনার প্রয়োজনীয় কোর্স গুলো ডাউনলোড করে নিতে পারেন। সবগুলোই পেইড কোর্স এবং বাংলা ভাষায়, কোয়ালিটি সম্পন্ন ও গুগল ড্রাইভে আপলোড করা যাতে ডাউনলোড করতে কোন সমস্যা না হয়।
৪. ডিজিটাল মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেটের মাধ্যমে আপনার পন্য বা সেবা গ্রাহকদের নিকট পৌছিয়ে দেয়া। মার্কেটিং বলতে বুঝানো হয় যে প্রক্রিয়াতে আপনার প্রডাক্ট সম্পর্কে ক্রেতা গন জানতে পারে ও কিনতে আগ্রহী হয় আর যখন এই মার্কেটিং অনলাইন ভিত্তিক হয়ে থাকে তখনিই সেটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং।
বর্তমান সময় হলো ইন্টারনেটের যুগ। মানুষের জীবনের সব কিছুই এখন ইন্টারনেট ভিত্তিক। তাই আপনি চাইলে খুব সহযেই ইন্টারনেটের মাধ্যমে মানুষ দেরকে আপনার পন্য অথবা সেবা সম্পর্কে অবগত করতে পারেন। বর্তমানে অনলাইন অনলাইন ও অফলাইন দুই ব্যবসার’ই প্রচারের মূল মাধ্যম হলো ডিজিটাল মার্কেটিং। সব কিছু মিলিয়ে মার্কেটপ্লেসে রয়েছে ডিজিটাল মার্কেটিং এর প্রচুর চাহিদা। CPA, SEO, Affiliate, Paid Ads, Content writing এর সব কিছুই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পরে।
- ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং কেন ও কিভাবে করবেন?
এখন ডিজিটাল মার্কেটিং শেখার জন্য এখান থেকে আপনার প্রয়োজনীয় কোর্স গুলো ডাউনলোড করে নিতে পারেন। সবগুলোই পেইড কোর্স এবং বাংলা ভাষায়, কোয়ালিটি সম্পন্ন ও গুগল ড্রাইভে আপলোড করা যাতে ডাউনলোড করতে কোন সমস্যা না হয়।
- Digital marketing tools & techniques
- IT firm – CPA marketing
- Instagram marketing
- Linkedin marketing
- IT firm BD – full course
- Online marketplace A to Z
- CPA marketing
- Digital marketing full course
- Complete affiliate marketing course
৫. সাইবার সিকিউরিটি
সাইবার সিকিউরিটি টিমের কাজ হলো সাইবার নিরাপত্তা প্রদান করা। বিভিন্ন সাইবার এট্যাক থেকে আমাদের ওয়েবসাইট গুলো রক্ষা করা ও ওয়েব সাইটের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।
সাইবার সিকিউরিটি শেখার জন্য এখান থেকে আপনার প্রয়োজনীয় কোর্স গুলো ডাউনলোড করে নিতে পারেন। সবগুলোই পেইড কোর্স এবং বাংলা ভাষায়, কোয়ালিটি সম্পন্ন ও গুগল ড্রাইভে আপলোড করা যাতে ডাউনলোড করতে কোন সমস্যা না হয়।
Leave a Reply